• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

যশস্বীর অভিষেক শতরানে চালকের আসনে ভারত

ভারত ১৬২ রানে এগিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের নির্বিষ বোলিং নিয়ে ছেলেখেলা করে এদিন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানের স্বাদ পেলেন ২১ বছরের যশস্বী। ভারতের তৃতীয় ওপেনার হিসাবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন এই বাঁ-হাতি ব্যাটার। এই প্রথম কোনও ভারতীয় ওপেনার যিনি বিদেশের মাটিতে অভিষেকে সেঞ্চুরি পেলেন। ১৪৩ রানে অপরাজিত তিনি। অধিনায়ক রোহিত শর্মাও ১০৩ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ৩১২ রান করেছে ভরতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের থেকে ১৬২ রানে এগিয়ে রয়েছে ভারত। 

রোহিত আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি শুভমান গিল (৬)। তবে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন যশস্বী। দিশাহীন ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ের বিরুদ্ধে তাঁকে ব্যাট করতে দেখে একবারও মনে হয়নি জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলছেন। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে ব্যাট করছেন যশস্বী, স্বমেজাজে। সঙ্গী বিরাট কোহলি (৩৬ ব্যাটিং)। 

 

     

বিজ্ঞাপন

Goto Top