• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়ে সিরিজ জয় হার্দিকদের

খেলেননি রোহিত-বিরাট।

রাহুল দ্রাবিড় দেখিয়ে দিলেন, একটা ছুটকো হারে তাঁর কিছু যায়-আসে না। রোহিত-বিরাটকে দ্বিতীয় ওয়ানডে-তে খেলাননি যেমন, এদিনও খেলাননি। শুভমান গিল-ঈশান কিষান-হার্দিক পাণ্ডিয়ারও দেখিয়ে গেলেন, দ্রাবিড়ীয় সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। বরং তাঁরাও পারেন দুই মহাতারকার অনুপস্থিতিতে টিমকে টানতে। তবু সাই হোপের দলকে ২০০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ় জিতলেন হার্দিক পান্ডিয়ারা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক। হোপের আশায় জল ঢেলে ভারত তুলল ৫ উইকেটে ৩৫১ রান। সব ভারতীয় ব্যাটারই রান তুললেন ব্রায়ান লারার ঘরের মাঠে। ঈশান কিশন এবং শুভমন গিল ওপেনিং জুটিতে তুললেন ১৪৩ রান। ঈশানের ব্যাট থেকে এল ৬৪ বলে ৭৭ রানের আগ্রাসী ইনিংস।

জয়ের জন্য ৩৫২ রান করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ২০০৬ সালের পর ভারতের বিরুদ্ধে প্রথম বার এক দিনের সিরিজ় জয়ের হোপদের আশা সাত ওভারের মধ্যেই শেষ করে দিলেন মুকেশ কুমার। বাংলার জোরে বোলার পর পর ফিরিয়ে দিলেন ব্র্যান্ডন কিং (শূন্য), কাইল মেয়ার্স (৪) এবং হোপকে (৫)। মুকেশের দাপুটে বোলিংয়ে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ইনিংসের শুরুতেই কোণঠাসা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়। শেষ পর্যন্ত সেই চাপ আর সামলাতে পারেনি আয়োজকেরা। 

     

বিজ্ঞাপন

Goto Top