৬ উইকেটে জয়ী ভারত।
অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতে নিল রোহিত ব্রিগেড।
নির্ণায়ক ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে অজিরা ১৮৬ রান করে।মাত্র ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে ১৮৬ রানে পৌঁছতে সাহায্য করেন। ভারতীয় বোলারদের মধ্যে এদিনও সেরা অক্ষর প্যাটেল। দুরন্ত ফর্ম বজায় রেখে চার ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি।
১৮৭ রান তাড়া করতে মাঠে নেমেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই মাত্র ১ রান করে আউট হয়ে যান কেএল রাহুল। চতুর্থ ওভারে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৩০ রানের মাথায় দু’উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কঠিন সময়ে দলকে টেনে তোলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হয়ে যান সূর্য।এশিয়া কাপের দুরন্ত ফর্ম বজায় রেখেই এদিন হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে অনায়াসে জয় এনে দেন কোহলি।