• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রাহুল-বিরাটের ব্যাটে জয় ভারতের

অজিদের হারিয়ে বিশ্বকাপ শুরু টিম ইন্ডিয়ার। 

লক্ষ্য ছিল মাত্র ২০০ রান। কিন্তু ২ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপতে শুরু করেছিল টিম ইন্ডিয়া। ২০০ রান আটকাতে গিয়ে অস্ট্রেলিয়ার পেস বোলিং অ্যাটাক তখন বাইশ গজে আগুন ঝরাচ্ছে। ঠিক সেই সময় বিরাট কোহলির সঙ্গে ক্রিজে লড়াই শুরু করলেন কেএল রাহুল। শেষ পর্যন্ত বিরাট ১১৬ বলে ৮৫ রানে থামলেও, কেএল রাহুল ছিলেন অপ্রতিরোধ্য। ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তিনি মারলেন ৮টি চার ও ২টি ছক্কা। শেষ পর্যন্ত  ৪১.২ ওভার সময় ছিল  ২০০ রান করতে। ৬ উইকেটে জয় পায় ভারত। 

     

বিজ্ঞাপন

Goto Top