বাংলােদশের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জয়ী রোহিতরা।
অ্যাডিলেডের আকাশে বৃষ্টি।আশঙ্কার কালো মেঘ জমেছিল ভারতীয় সমর্থকদের মনেও। কিন্তু শেষপর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দিলেন রোহিতরা। এই জয়ের ফলে সেমিফাইনালে কার্যত নিশ্চিত হয়ে গেল ভারতের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত।এদিন রান পান কেএল রাহুল। মাত্র ৩২ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন।
রাহুল আউট হওয়ার পর সূর্যকুমার যাদব অবতীর্ণ হন সংহারকের ভূমিকায়। মাত্র ১৫ বলে ৩০ রান করেন তিনি। কিন্তু সূর্য আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় ভারত। দ্রুত আউট হন অক্ষর প্যাটেল এবং দীনেশ কার্তিক। শেষপর্যন্ত মাত্র ৪৪ বলে ৬৪ রান করেন বিরাট
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ।শুরুতেই ২৭ বলে ৬০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন লিটন দাস। ৭ ওভারে টাইগারদের সংগ্রহ ছিল ৬৬ রান। তখনই মেঘ ভেঙে বৃষ্টি নামে অ্যাডিলেডে।এরপর খেলা শুরু হলে একের পর এক উইকেট খুইয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু শেষদিকে নুরুল হাসান মাথা ঠান্ডা রেখে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান। শেষ ওভারে দরকার ছিল ২০ রান। কিন্তু জিততে পারেনি বাংলাদেশ।