• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

এশিয়ান গেমসের ফাইনালে স্মৃতি মন্ধনারা

 রুপোর পদক নিশ্চিত ।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। রবিবার ভারত ৮ উইকেটে হারায় বাংলাদেশকে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ৫১ রানে। ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটারেরা। ভারতীয় বোলারদের দাপটে ১৭.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র ৮.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৫২ রান তুলে নেয় ভারতীয় দল। জেমাইমা রডরিগেজ় (অপরাজিত ২০) এবং কণিকা আহুজা (অপরাজিত ১)। ৭০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারতীয় দল। এই জয়ের ফলে মহিলাদের ক্রিকেটে ভারতের রুপোর পদক নিশ্চিত হল।

     

বিজ্ঞাপন

Goto Top