৪৯ রানে জয় পেল রোহিত শর্মার ভারত।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনায়াসে হারিয়ে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া।৪৯ রানে জয় পেল রোহিত শর্মার ভারত।তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জয় পেল ভারতীয় দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রান তোলে ভারত।অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এদিন ওপেন করতে নামেন ঋষভ পন্থ। মাত্র ৪ ওভার ৫ বলে প্রথম উইকেটের জুটিতে ভারত ৪৯ রান তোলে। পঞ্চম ওভারের শেষ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। দীপক হুডাকে বসিয়ে এদিন প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় বিরাট কোহলিকে। কিন্তু প্রাক্তন অধিনায়ক এদিনও হতাশ করেন। তাঁর সংগ্রহ মোটে ১। শেষদিকে অনবদ্য ৪৬ রানের ইনিংস খেলে খেলার গতি বদলে দেন জাদেজা। জবাবে ব্যাট করে মাত্র ১৭ ওভারে ১২১ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে মাত্র ১৫ রানে ৩ উইকেট পান ভুবি।