১৬৮ রানে জয় টিম ইন্ডিয়ার।
নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিল ভারতীয় দল।বুধবার আমেদাবাদে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৪ রান তোলে টিম ইন্ডিয়া। পাল্টা ব্যাট করতে নেমে ১২.১ ওভারে ৬৬ রানে অল আউট হয়ে যায় কিউয়িরা। তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১-এ জিতে নিল টিম ইন্ডিয়া।মূলত শুভমন গিলের বিধ্বংসী ব্যাটিং ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আগুন ঝড়ানো বোলিংয়ের জন্যই খুব সহজেই স্যান্টনারদের হারিয়ে সিরিজ জিতল মেন ইন ব্লুরা।
টসে জিতে প্রথমে ব্যাটিং নেন অধিনায়ক হার্দিক। সাত রানেই প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্রেসওয়েলের বলে ১ রানে এলবিডব্লু হয়ে যান ইশান কিশান। কিন্তু ইশান আউট হলেও শক্ত হাতে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শুভমন ও রাহুল ত্রিপাঠী। গত দুটো ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ত্রিপাঠী। এদিন ভাল ব্যাটিং করেন তিনি। ২২ বলে ৪৪ রান করেন। ৩টি ছক্কা হাঁকিয়েছেন মহারাষ্ট্রের ব্যাটার। ছন্দে থাকা সূর্যকুমার যাদব ২৪ রানের বেশি টিকতে পারেননি এদিন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের ছন্দে রয়েছেন শুভমন। একদিনের সিরিজে ডাবল সেঞ্চুরি করার পরে নিজেকে আরও পরিণত করেছেন। দুর্দান্ত শতরান করলেন শেষ ম্যাচে। ৬৩ বলে ঝড়ো ১২৬ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাব পুত্তর। এই অনবদ্য ইনিংসটি সাজিয়েছেন ১২টি চার ও ৭টি বিশাল ছক্কা দিয়ে। শুভমনকে সঙ্গ দেন অধিনায়ক হার্দিক। তিনি ৩০ রান করে আউট হয়ে যান।
২৩৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউয়িরা। সাত রানের মধ্যেই চার উইকেট হারায় তারা। দুই ওপেনার অ্যালেন ৩ ও কনওয়ে ১ রানে আউট হয়ে যান। এরপর নিয়মিত ব্যবধান উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।ডারেল মিচেল (৩৫) ও অধিনায়ক স্যান্টনার (১৩)ছাড়া আর কোনও কিউয়ি ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।