• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের

১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান তুলে নেয় ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হারের বদলা এশিয়া কাপে নিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান তুলে নেয় ভারত।

 বিরাট কোহলি ৩৫ ও হার্দিক পান্ডিয়া অপরাজিত ৩৩ রান করেন।এক সময়  জেতার জন্য বলে রান দরকার, এই অবস্থায় হার্দিক পান্ডিয়া ত্রাতা হয়ে ওঠেন ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়ে দেন ১৯. ওভারে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত

 

     

বিজ্ঞাপন

Goto Top