১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান তুলে নেয় ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের হারের বদলা এশিয়া কাপে নিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান তুলে নেয় ভারত।
বিরাট কোহলি ৩৫ ও হার্দিক পান্ডিয়া অপরাজিত ৩৩ রান করেন।এক সময় জেতার জন্য ৫ বলে ৭ রান দরকার, এই অবস্থায় হার্দিক পান্ডিয়া ত্রাতা হয়ে ওঠেন। ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়ে দেন। ১৯.৪ ওভারে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।