প্রোটিয়াদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে হারের পর, কেপটাউনের নিউল্যান্ডসের বাইশ গজে দাপুটে প্রত্যাবর্তন। তাও আবার এমন একটা স্টেডিয়ামে, যেখানে টিম ইন্ডিয়া জয়ের মুখ দেখেনি। সৌজন্যে মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহর আগুনে জোরে বোলিং। এবং অবশ্যই প্রথম ইনিংসে বিরাট কোহলির লড়াকু ৪৬ রান। এই ছোট ছোট সাফল্যের জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখে চোখ রেখে টেস্ট সিরিজ ড্র করল ভারত। এবং সেইজন্য জলে গেল এইডেন মার্করামের শতরান।
মাত্র ৭৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বাইশ গজে ঝড় তুলতে শুরু করে দেন যশস্বী জসওয়াল। তাঁর সঙ্গী ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আগে আগুনে পেস বোলিং এবং এর পর দুই ওপেনারের দাপুটে ব্যাটিং মাত্র দেড় দিনেই দলকে টেস্ট জয়ের কাছে এনে দিয়েছিল। যদিও যশস্বী ২৮ রানে আউট হন। কিছুক্ষণ পর ব্যক্তিগত ১০ রানে ফিরে যান শুভমান। শেষ মুহূর্তে বিরাট আউট হন ১২ রানে। যদিও শ্রেয়স আইয়ারকে নিয়ে বাকি কাজটা সারেন রোহিত। রোহিত ১৭ ও শ্রেয়স ৪ রানে অপরাজিত থাকেন।