• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের

বিরাট-গিলের দুর্দান্ত শতরান।

নিয়মরক্ষার ম্যাচে জ্বলে উঠল ভারতীয় দল। তিরুঅনন্তপুরমের মাঠে দাপট দেখাল রোহিত ব্রিগেড। বিরাট কোহলির ১৬৬ রানের ইনিংসের পর মাঠে নেমে আগুন ঝরালেন শামি-সিরাজরা। ৩৯১ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লঙ্কা ব্যাটিং।মাত্র ৭৩ রা্নে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৩১৭ রানের বিশাল জয় পেল টিম ইন্ডিয়া।সেই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল রোহিতের দল। 

চার উইকেট নিলেন মহম্মদ সিরাজ। বড় ব্যবধানে জয় পেয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ সেরে নিল ভারত।

     

বিজ্ঞাপন

Goto Top