আমিরশাহির বিরুদ্ধে ৭ উইকেটে জয়।
অভিষেক শর্মার অর্ধশতরান ও রসিখ সালাম দারের দুরন্ত বোলিংয়ে জন্য এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার ওমানে যুব ভারতীয় দল ৭ উইকেটে হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিকে।
প্রথমে ব্যাট করে ১৬. ৫ ওভারে ১০৭ রানে অল আউট হয়ে যায় আমিরশাহি। ১৫ রানে ৩ উইকেট নেন রসিখ। জবাবে ৫৫ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। ওপেন করতে নেমে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক। অভিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। আয়ুষ বাদোনি একটি চার ও ছয় মে্রে ভারতকে জিতিয়ে দেন। তিনি ১২ রানে অপরাজিত থাকেন।