• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ভারতের

দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দাপট বোলারদের।

 বার্বাডোজে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া।

এদিন টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে অনভিজ্ঞ ভারতীয় বোলিং বিভাগের সামনেও সেভাবে টিকতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১১৪ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। পুরো পঞ্চাশ ওভার দূরস্ত, মাত্র ২৩ ওভারেই শেষ হয়ে গেলেন শাই হোপ, হেটমেয়াররা।

তবে ১১৫ রান তুলতে ৫ উইকেট হারায় ভারত। ২২.৫ ওভারে ৫ উইকেটে ১১৮ রান তোলে ভারত। ইশান কিসান ৫২ রান করেন। শেষে রোহিত এবং জাদেজা দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন।  

     

বিজ্ঞাপন

Goto Top