• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রথম টেস্টে হেলায় শ্রীলঙ্কাকে হারাল ভারত

এক ইনিংস ২২২ রানে জয়ী হল ভারত।

ঋষভ পন্থ থেকে রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা থেকে রবিচন্দ্রন অশ্বিন, প্রত্যেকেই নজির গড়লেন মোহালিতে একরকম শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে কোহলির শততম টেস্ট চিরস্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়াএক ইনিংস ২২২ রানে জয়ী হল ভারত।

ম্যাচের দ্বিতীয় তৃতীয় দিন সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন জাদেজা। ব্যাটে-বলে অপ্রতিরোধ্য তিনি। বিশ্বের যষ্ঠ ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দেড়শোর বেশি রান এবং ৫টি উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় দ্বিতীয় ইনিংসে ফের চারটি উইকেট তুলে নিয়ে লঙ্কাবাহিনীর ব্যাটিং অর্ডারে ধস নামান জাদেজা

জাদেজার কীর্তির দিন উইকেট তুলে নিয়ে নজর কাড়লেন অশ্বিনও। টপকে গেলেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকে টেস্টে হরিয়ানা হ্যারিকেনের ৪৩৪টি উইকেট নেওয়ার মাইলস্টোন অতিক্রম করে ফেললেন অশ্বিন শ্রীলঙ্কান উইকেটকিপার নিরোসান ডিকোয়েলা (৫১) ছাড়া ভারতীয় স্পিন অ্যাটাকের সামনে এদিন আর কোনও ব্যাটারই টিকতে পারেননি। ফলে ১৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

 

     

বিজ্ঞাপন

Goto Top