এশিয়া কাপে হারের বদলা নিতে প্রস্তুত রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
আর কয়েক ঘণ্টা।তারপরই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান ।এশিয়া কাপে হারের বদলা নিতে প্রস্তুত রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন,‘চাপ শব্দটা ব্যবহার করতে চাইব না। কেননা চাপ সবসময়ই থাকে। এই পাকিস্তান দলটা খুবই চ্যালেঞ্জিং। যে সব পাকিস্তান দলের বিরুদ্ধে আমি খেলেছি, সব দলই ভালো ছিল। তবে বিষয়টা নির্ভর করে ম্যাচের দিনের পারফর্ম্যান্সের উপর। বিগত বেশ কিছু বছর ধরে সেটাই হয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি যে ওদের বোলিং আক্রমণ ভালো। আমাদের ব্যাটাররা যথেষ্ট অভিজ্ঞ। ম্যাচের জন্য এটা ভালো পরিস্থিতি এবং দর্শকদের জন্যও। তবে আমাদের কাছে ব্যাটিং-বোলিং সব বিভাগই গুরুত্বপূর্ণ।’