রোহিতের চোট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।
আজ ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এই মহা ম্যাচের চিন্তায় টিম ম্যানেজমেন্ট। আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। তবে ভারতীয় দল সূত্রে খবর, রোহিতের চোট খুব গুরুতর নয়। চোট পাওয়ার পরে আর অনুশীলন করেননি রোহিত। ভারত অধিনায়কের চোট পরীক্ষা করে দেখেছেন দলের ফিজিও কমলেশ।
যদি রোহিতের চোটের পরিস্থিতি খারাপ হয়, এবং শেষ পর্যন্ত তিনি নামতে না পারেন, সেক্ষেত্রে নতুন নেতার নাম তিনিই জানাবেন। অর্থাৎ, রোহিত যাঁর নাম করবেন, তিনিই ভারতের অধিনায়ক হবেন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত এবং শুভমন গিলের ওপেন করার কথা। আইপিএলে সাদা বলের ক্রিকেটে ছন্দে ছিলেন শুভমন। রানের মধ্যে ফিরেছেন রোহিতও। তাঁদের জুটিই ওপেন করবে বলে মনে করা হচ্ছে। যদি একান্তই রোহিত ওপেন করতে না পারেন তা হলে পরিবর্ত হিসাবে ঈশান কিসানের অভিষেক হতে পারে দলে।