জমে গিয়েছে জোহানেসবার্গ টেস্ট।দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা খেল ভারতীয় টপ অর্ডার। দলের দুই ওপেনার কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালকে দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতকে রীতিমতো চাপে ফেলে দিলেন প্রোটিয়া বোলাররা।
জ্যানসেন ৮ রানে ফেরালেন রাহুলকে। আর মায়াঙ্ক ফিরলেন ২৩ রানে। দিনের শেষে ক্রিজে রয়েছেন পূজারা (৩৫*) ও অজিঙ্ক রাহানে (১১*)। দিনের শেষে ৫৮ রানে এগিয়ে ভারত। ভারতীয় বোলিংয়ের সময় একের পর এক উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন শার্দূল ঠাকুর। সাত উইকেট নেন তিনি। অধিনায়ক এলগার, পিটারসেন, ডুসেন, কেইল ভেরিনে, বাভুমা, জ্যানসেন এবং এনগিডির উইকেট তুলে নেন শার্দূল। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি কোনও ব্যাটার। ২২৯ রানে শেষ হয় দক্ষিণ অফ্রিকার ইনিংস।২৭ রানের লিড নেয় এলগাররা।