• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রথম টি-২০ ম্যাচে হার ভারতের

সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতীয় দলকে চার রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।  বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের শেষে ক্যারিবিয়ানরা করে ৬ উইকেটে ১৪৯ রান।  ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ১৪৫ রান। ভারত হারল চার রানে।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান করেন রোভম্যান পাওয়েল (৩২ বলে ৪৮)। নিকোলাস পুরান করেন ৪১। ওপেনার ব্র্যান্ডন কিং ১৯ বলে ২৮ রান করেন। এই তিন ব্যাটারই উল্লেখযোগ্য রান করেন ক্যারিবিয়ানদের। ভারতের সূর্যকুমার যাদব, ২১ রান করেন। ২২ বলে ৩৯ রান করে ফেরেন তিলক ভার্মা। রান আউট হন সঞ্জু স্যামসন (১২)। দলের বাকি ব্যাটাররা ব্যর্থ।

     

বিজ্ঞাপন

Goto Top