• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফের হার ভারতের

দু’বার স্বপ্ন ভাঙল রোহিতদের। 

পঞ্চম দিনে বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেদের থেকে লড়াই দেখতে চেয়েছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু প্রথম সেশনেই তাঁরা আউট হয়ে যান। ভারতের জয়ের আশাও ওখানেই শেষ হয়ে যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল শেষ সাত উইকেট। তা সহজেই তুলে নিলেন স্কট বোলান্ডরা।  ২০৯ রানের বিশাল ব্যবধানে তারা জয় ছিনিয়ে নিল। ২৩৪ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। 

প্রথম ইনিংসে অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুরের লড়াইয়ে তিনশোর কাছাকাছি পৌঁছেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে এদের মধ্যে দু'জন শূন্য রানে ফেরেন। কিছুটা লড়লেন রাহানে। ১০৮ বলে ৪৬ রান করে আউট হন। দিনের শুরুতেই ফিরে যান বিরাট কোহলি। চতুর্থ দিনের শেষে ৪৪ রানে অপরাজিত ছিলেন। এদিন মাত্র ৫ রান যোগ করেন নিজের ব্যক্তিগত স্কোরে। ৪৯ রানে ফেরেন ভারতের প্রাক্তন নেতা।

 ভুল টিম নির্বাচন, টস জিতে ভুল সিদ্ধান্ত, সর্বোপরি ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডারের ব্যর্থতা- সবে মিলেই আরও একবার আইসিসি টুর্নামেন্টের শিরোপা ভারতের কাছে অধরাই থেকে গেল।

     

বিজ্ঞাপন

Goto Top