• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বছর শেষে অস্ট্রেলিয়ায় খেলবে ভারত

টিম ইন্ডিয়া অজি সফরে গিয়ে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে ভারতীয় দল। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচি ঘোষণা করেছে। টিম ইন্ডিয়া অজি সফরে গিয়ে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। অন্যদিকে, ভারতীয় মহিলা দল খেলবে ৩ ম্যাচের ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ। তাছাড়াও একটি টেস্টও খেলবে তারা। ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ। 
বছরশেষের এই সফরে বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা ঢাকার লক্ষ্যে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে আটটি ভিন্ন ভেন্যুতে আটটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ভারতের তিনটি একদিনের ম্যাচই দিন-রাতের। প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। পারথ স্টেডিয়ামে রয়েছে এই ম্যাচ। অ্যাডিলেডে ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওডিআই সিডনিতে, ২৫ অক্টোবর।
তারপর ২৯ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ক্যানবেরায়। ৩১ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি হবে মেলবোর্নে। ২, ৬ এবং ৮ নভেম্বর বাকি ম্যাচগুলি আয়োজিত হবে হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গাব্বায়।  আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে প্রস্তুতির কথা মাথায় রেখেই আয়োজিত হতে চলেছে এই সিরিজ। সেই কারণে টি-টোয়েন্টি ম্যাচ বেশি রাখা হয়েছে। উল্লেখ্য, এই প্রথমবার অস্ট্রেলিয়া তাদের সমস্ত প্রদেশ ও অঞ্চলে খেলতে চলেছে।
ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম টি-টোয়েন্টি খেলবে ১৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ ফেব্রুয়ারি। ম্যাচগুলি হবে সিডনি, ক্যানবেরা এবং অ্যাডিলেডে। এরপর ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ রয়েছে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। তৃতীয় ওয়ানডে ১ মার্চ। সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ৬ মার্চ, পারথে।
এছাড়াও আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা সেখানে ৩টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি খেলবে। তাছাড়াও ঘোষণা হয়েছে অ্যাশেজের সূচিও। বহু প্রতীক্ষিত এই সিরিজ চলবে ২১ নভেম্বর থেকে নতুন বছরের ৮ জানুয়ারি পর্যন্ত।  

     

বিজ্ঞাপন

Goto Top