বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট।
বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে মেলবোর্নে দিনের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতীয় দলের রান ১৬৪-৫। ভারতীয় দল পিছিয়ে ৩১০ রানে। ব্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৬)। রবীন্দ্র জাদেজা (৪)। ভারতের হয়ে ৮২ রান করেন যশস্বী জয়সওয়াল। রান পেলেন না রোহিত শর্মা ও। প্যাট কামিন্সের বলে তিন রানে আউট হয়ে ফেরেন তিনি। কে এল রাহুল এবং বিরাট কোহলি করেন যথাক্রমে ২৪ ও ছত্রিশ রান। মূলত টপ ও মিডল অর্ডারের ব্যর্থতাতেই মেলবোর্ন টেস্টেও ভারতের সামনে হারের হাতছানির আশঙ্কা। নাইট ওয়াচম্যান নেমে আকাশদীপ কোন রান পাননি। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ও স্কট বোলান্ড দুটি করে উইকেট পেয়েছেন।
এ দিকে তাঁরই নামাঙ্কিত সিরিজে সুনীল গাভাসকরের সঙ্গে একাসনে বসলেন স্টিভ স্মিথ। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে স্মিথের ব্যাট থেকে বেরোল ১৪০ রানের ইনিংস। টেস্ট কেরিয়ারের ৩৪ তম শতরান।
উল্লেখ্য, এর মধ্যে ১১টি সেঞ্চুরিই এসেছে ভারতের বিরুদ্ধে। তাও মাত্র ৪৩ ইনিংসে।
সানি ও স্মিথ ছাড়াও টেস্টে ৩৪টি করে সেঞ্চুরি রয়েছে ব্রায়ান লারা, মাহেলা জয়বর্ধনে ও ইউনিস খানের।
আগের দিনের ৩১১/৬ থেকে খেলা শুরু করে এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৭৪ রানে। লোয়ার অর্ডারে কার্যকরী ইনিংস খেলেছেন অধিনায়ক প্যাট কামিন্স (৪৯)। জসপ্রীত বুমরা ৯৯ রানে চার উইকেট নিয়েছেন। ৭৮ রানে তিন উইকেট রবীন্দ্র জাদেজার। আকাশ দীপ ৯৪ রান দিয়ে দু'উইকেট নিয়েছেন।