• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

১৪৬ রানের লিড নিয়ে চালকের আসনে ভারত

শামির ৫ উইকেট। 

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেসে যাওয়ার পরে তৃতীয় দিনের শুরুতে রাহুল আউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের বাকি ব্যাটিংতবে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে চ্যালেঞ্জ জানাল মহম্মদ শামিরা। দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়াই তৃতীয় দিনের শেষে ১৪৬ রানের লিড নিলেন বিরাট কোহলিরা মায়াঙ্ক আগরওয়াল মাত্র রানে ফিরে গিয়েছেন তাঁর উইকেট নিয়েছেন জ্যানসেন তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল () শার্দূল ঠাকুর () দ্বিতীয় ইনিংসে ভারতের রান এক উইকেটে ১৬

তার আগে ডিন দক্ষিণ অফ্রিকাকে চেপে ধরেন শামিরা। মাত্র ৩২ রানে পড়ে যায় উইকেট। সেই আঘাত আর সেভাবে সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে টেম্বা বাভুমা (৫২) কুইন্টন ডিকক (৩৪) লড়াই করার চেষ্টা করেছিলেন। তাঁরা না দাঁড়ালে স্বভূমে আরও বিশ্রী পরিস্থিতিতে পড়তে হত প্রোটিয়াদের। কিন্তু সেই লড়াই সম্মান বাঁচাতে যথেষ্ট হলেও ম্যাচ বাঁচানোর পক্ষে যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে। ১৯৭ রানেই মুড়িয়ে গিয়ে ১৩০ রানে পিছিয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। খুব বেশি অঘটন না ঘটলে ম্যাচে শেষ হাসি হয়তো হাসতে চলেছে টিম ইন্ডিয়া।

 

     

বিজ্ঞাপন

Goto Top