হতাশ টিম ইন্ডিয়া।
খলনায়ক বৃষ্টি। তাই সোমবার গোটা দিনটাই মাটি হয়ে গেল। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে ছন্দে থাকা ভারতীয় দলের দ্বিতীয় দিনের খেলা ভেস্তে গেল।
সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। সে দেশের হাওয়া অফিস জানিয়েছিল প্রথম দু’দিন বৃষ্টি হতে পারে। সেই আশঙ্কাই কার্যত সত্যি হল। প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। বৃষ্টি এবং ভিজে আউটফিল্ডের জন্য দ্বিতীয় দিনের লাঞ্চও এগিয়ে আনা হয়েছিল। বৃষ্টি থামছে আবার শুরু হচ্ছে। এই সুযোগে বিরাট কোহলিরা লাঞ্চ সেরে তৈরি হচ্ছিলেন। কিন্তু শেষমেশ বৃষ্টি না থামায় খেলা শুরু করাই সম্ভব হল না।
উল্লেখ্য, প্রথম দিনের শেষে প্রোটিয়াদের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থাতেই ছিল ভারত। লোকেশ রাহুল অপরাজিত রয়েছেন ১২২ রানে। তাঁর সঙ্গে রয়েছেন অজিঙ্কা রাহানে। টেস্টে নিজের সপ্তম সেঞ্চুরি হাঁকিয়ে নয়া রেকর্ডও গড়েন রাহুল।