• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চেনা পরিবেশে জাত চেনালেন কুলদীপ

ওডিআই সিরিজ জয় ভারতের।

অনেক ঘটনা করে আইপিএলে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রতিদানও দিয়েছিলেন কুলদীপ যাদব। বহু যুদ্ধে কেকেআরের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। কিন্তু শচীন তেন্ডুলকর থেকে সুনীল গাভাসকর, বিরাট কোহলি- ব্যাড প্যাচ তো ক্রিকেটের অঙ্গ।
নাইটদের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স করার পুরস্কারও পেয়েছিলেন কুলদীপ। সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। তারপর হঠাৎ ফর্ম হারিয়ে ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছিলেন ক্রিকেট থেকে। একটা পুরো আইপিএলে কেকেআর টিম ম্যানেজমেন্ট তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিল। এই নিয়ে অবশ্য দ্বিধা বিভক্ত ক্রিকেট মহল। কারও মতে, অফফর্মে থাকা একজন বোলারকে না খেলিয়ে ঠিকই করেছে নাইটরা। কেউ কেউ আবার দাবি করেন, কুলদীপকে বসিয়ে রেখেই ‍‘ব্যাড প্যাচ’ তাঁর ঝুলিতে পুরে দিয়েছে কিং খানের দল।
অবশেষে গতবারের মেগা নিলামে এই বাঁহাতি স্পিনারকে ছেড়ে দেয় নাইট ব্রিগেড। উত্তরপ্রদেশের স্পিনারকে তুলে নেয় দিল্লি ক্যাপিটলস। নিয়মিত সুযোগও দেয় তারা। ফের হারানো ছন্দ ফিরে পান কুলদীপ। বিশেষ করে নাইটদের সামনে পেলেই যেন সবথেকে ক্ষুরধার হয়ে উঠছিলেন তিনি। ফের সুযোগ পান জাতীয় দলে। সেখানেও ছন্দ ধরে রাখেন এই চায়নাম্যান। তবে সঠিক মঞ্চের জন্য হয়তো অপেক্ষা করছিলেন তিনি।
এদিকে, মেগা ম্যাচকে ঘিরে সকাল থেকেই ময়দান চত্বরে ছিল তুমুল উত্তেজনা। একে গঙ্গাসাগরের মেলার জন্য বাবুঘাটে পূণ্যার্থীদের ভিড়, তার ওপর ইডেনের সামনের রাস্তা বন্ধ ইডেন মুখী দর্শকদের ঠেলায়। ফলে নিত্যযাত্রীদের যথেষ্ট ভোগান্তির শিকার হতে হয়েছে এদিন।
ইডেন ছিল এদিন কানায় কানায় ভর্তি। ৫০ হাজারের ওপর দর্শক সমাগম হয়েছিল এদিন নন্দনকাননে। তাই মাঠে ঢোকার লম্বা লাইন, সমর্থকদের মুখে আকাঁর জন্য রঙের কোটো বা পতাকা নিয়ে ফেরিওয়ালাদের আনাগোনা, সবই যেন ফিরেছিল পুরনো মেজাজে। আর গগনভেদী চিৎকারে মাঠে ভিতর তো দূরের কথা, বাইরেও রীতিমতো কান পাতা দায় হয়ে গিয়েছিল। রোহিত-বিরাটদের ব্যাটে রানের ফুলঝুরি হয়তো দেখা যায়নি, চার-ছক্কা বন্যাও বয়ে যায়নি এই ম্যাচে। তবুও কুমার সাঙ্গাকারার ইডেন বেল বাজানোর বহু আগে আগে ম্যাচ শেষে লেজার শো- ইডেন যেন পরিণত হয়েছিল এক ভিন্ন গ্রহে। তাই শুধু কুলদীপের নয়, দিনের শেষে জয় হয়েছে ক্রিকেটেরও। শুধু সমর্থকরা নন, মুচকি হেসে আজ ঘুমোবে ক্রিকেটের নন্দনকাননও।

     

বিজ্ঞাপন

Goto Top