৩৭২ রানে জয় পেল ভারত।
প্রত্যাশিতভাবেই মুম্বই টেস্টে বিশাল জয় পেল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতল ভারত ৩৭২ রানে।চতুর্থ দিন মাত্র ৪৫ মিনিটের মধ্যে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেয় ভারতীয় স্পিনারের। চার উইকেট নেন জয়ন্ত যাদব। এক উইকেট অশ্বিনের। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানে শেষ করেছিল কিউয়িরা। ভারতের জয় অবধারিত ছিল। তবে মধ্যাহ্নভোজ পর্যন্তও টিকে থাকতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। মাত্র ২৭ রানে পড়ে যায় বাকি পাঁচ উইকেট। তারমধ্যে চারটেই জয়ন্ত যাদবের। এই জয়ের সঙ্গে করে ফেলল সবচেয়ে বেশি রানে টেস্ট জয়ের রেকর্ড। ঘরের মাঠে টানা ১৪টি সিরিজ জয় ভারতের। যার ফলে ১-০ তে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া।