• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় ভারতের

 ২-১-এ সিরিজ জিতল ‘টিম ইন্ডিয়া।

দুরন্ত ঋষভ পন্থ।মুলত পন্থের  দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল ভারত।৫উইকেট ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।সেই সঙ্গে -- সিরিজও।

 এদিন অবশ্য টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে ইংল্যান্ড। বাটলার সর্বোচ্চ ৬০ রান করেন।হার্দিক পান্ডিয়া ২৪ রানে ৪ উইকেট নেন। জবাবে ৫ উইকেট ২৬১ রান তুলে ম্যাচ জেতে ভারত। পন্থ অপরাজিত ১২৫ রান করেন।

রবিবার ম্যাঞ্চেস্টারে কোহলির দিকেই তাকিয়ে ছিলেন সবাই। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে এমন পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন, যখন দল তাঁর কাছ থেকে রান চাইছিল। ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে গিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ()  রোহিত শর্মার সঙ্গে যোগ দেন কোহলি। সেই জুটি দীর্ঘস্থায়ী হয়নি টপলি ধাক্কা দেন ভারতের ইনিংসে। ধাওয়ান, রোহিতকে (১৭) ফেরান বাঁ হাতি টপলি। সেই তিনিই কোহলির ঘাতক হয়ে দেখা দিলেন। টপলির বলে কোহলিকে (১৭) উইকেটের পিছনে তালুবন্দি করেন। ফের ব্যর্থ হওয়ার পরে আরও সমস্যায় পড়লেন কোহলি।

 

     

বিজ্ঞাপন

Goto Top