• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে হার দিয়ে শুরু ভারতের মেয়েদের

৫ উইকেটে হার হরমনপ্রীতদের। 

অস্ট্রেলিয়ার মাটিতে হার দিয়ে শুরু ভারতের মেয়েদের।
 বৃহস্পতিবার অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেটে হারলেন হরমনপ্রীত কউররা।
টসে জেতার সুবিধা নিতে পারেনি ভারত। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়তে হয় উইমেন ইন ব্লুকে। ৩৪.২ ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যান ভারতের মেয়েরা। সর্বাধিক রান আসে জেমাইমা রড্রিগেজের ব্যাট থেকে। তিনি ৪২ বলে ২৩ রান করেন। স্মৃতি মান্ধনা-রিচা ঘোষ-দীপ্তি শর্মারা কেউই ২০-র গণ্ডি টপকাতে পারেননি। অস্ট্রেলিয়ার মেগান স্কাট একাই পাঁচ উইকেট নেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
জবাবে দুই অজি ওপেনার মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। তবে ফোব লিচফিল্ড (২৯ বলে ৩৫) আউট হতেই পরপর উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। যদিও অপর ওপেনার জর্জিয়া ভল ৪২ বলে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র ১৬.২ জয়ের রান তুলে নিলেও ৫ উইকেট হারান অজিরা। ভারতের হয়ে রেণুকা ঠাকুর সিং তিনটি এবং প্রিয়া মিশ্র দু’টি উইকেট নেন।

     

বিজ্ঞাপন

Goto Top