এশিয়া কাপে ভারতের দাপট অব্যহত। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১০৪ রানে জয় পেল ভারত। সেইসঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে গেল হরমনপ্রীতের দল।
নির্ধারিত কুড়ি ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ভারত। মাত্র ৪৫ বলে ৭৫ রানে মারকুটে ইনিংস খেলেন জেমাইমা। ৪৯ বলে ৬৪ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন দীপ্তি।১৭৯ রান তাড়া করতে নেমে মাত্র ৭৪ রানেই শেষ হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংস। দু’টি উইকেট পেয়েছেন ভারতীয় বোলার রাজেশ্বরী গায়কোয়াড়।