• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের

৬ উইকেটে দুরন্ত জয় পেলেন রোহিতরা।

দুরন্ত পারফরম্যান্স করে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচই জয় করে নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। রবিবার সিরিজের শেষ ম্যাচটিতে দারুণ ছন্দে দেখা গেল ভারতীয় ব্যাটারদের। এই ম্যাচ জয়ের ফলে শ্রীলঙ্কানদের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করে দিলেন রাহুল দ্রাবিড়ের ছাত্ররা।

এই দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রোহিতদের প্রতিপক্ষ দল। বল হাতে দারুণ ছন্দে দেখা যায় ভারতীয় বোলারদের। এই দিন শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কানদের বড় ধাক্কা দেন ভারতের বোলাররা। মহম্মদ সিরাজ ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান দেন। অন্যদিকে ৪ ওভারে ২৩ রানের বিনিময় ২ উইকেট শিকার করে নেন আবেশ খান। প্রতিপক্ষের হয়ে এই দিন সবচেয়ে বেশি রান করেন দাসুন সনাকা। ৩৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি।১৪৭ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নামে ভারত। এই দিন ঈশান কিষান দলে না থাকায় অধিনায়কের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। তিনি এই ম্যাচে বিশেষ অবদান রাখতে পারেননি দলের হয়ে। মাত্র ১৮ রান করে আউট হয়ে যান তিনি। এই দিন ফের ব্যর্থ হন রোহিত। মাত্র ৫ রানে আউট হয়ে নিজের ইনিংস শেষ করেন তিনি। চলতি সিরিজের গত ম্যাচটির মত তৃতীয় ম্যাচটিতেও অপরাজিত থাকে শ্রেয়স  এই সুবাদে ৬ উইকেটে দুরন্ত জয় তুলে নেয় ভারত।

     

বিজ্ঞাপন

Goto Top