• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ওমানকে হারিয়ে চমক অনূর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দলের

গোল করলেন বাংলার ছেলে রহিম

অলিভিয়া গোমস

দুবাই, ২৫ অক্টোবর, ২০২১

দুবাইয়ের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হারের দিনে উজ্জ্বল অনূর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স। দুবাই থেকে ১৫০ কিলোমিটার দূরের শহ ফুজাইরাতে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের খেলা ছিল ওমানের বিরুদ্ধে। সেই ম্যাচে ওমানকে ২-১ হারাল ইগর স্টিমাচের ছেলেরা। ভারতের হয়ে গোল করলেন বাংলার ছেলে রহিম আলি ও বিক্রম প্রতাপ সিং।

ম্যাচের পাঁচ মিনিটে বিক্রমকে মান বক্সে ফাউল করেছিল তাদের ডিফেন্ডার। রেফারি পেনাল্টি দিলে সেখান থেকে স্টিমাচের দলকে এগিয়ে দেন রহিম আলি। ৩৮ মিনিটে সেই রহিমের পাশ থেকেই ২-০ করেন বিক্রম। ৮১ মিনিটে ওমানের হয়ে ব্যবধান কমান ওমানের ওয়ালিদ। শক্তিশালী ওমানের বিরুদ্ধে জয়ের পরে আত্মতুষ্ট হতে ছেলেদের বারণ করেছেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। তিনি বলেছেন, ‍‘‍‘এই ফর্ম ধরে রাখতে হবে।’’

ছবি সৌজন্য: এআইএফএফ টুইটার

     

বিজ্ঞাপন

Goto Top