• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ইন্টার স্কুল স্পোর্টস কার্নিভাল

ক্ষুদে ফুটবলার আর ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন  অভিষেক ডালমিয়া।

কলকাতা সহ সল্টলেক মিলিয়ে প্রায় ৩০ টি স্কুল নিয়ে এই প্রথমবার  ইন্টার স্কুল স্পোর্টস কার্নিভাল আয়োজন করল অ্যাকোলেড  স্পোর্টস। অনূর্ধ্ব ১০, অনূর্ধ ১৪ সহ মোট পাঁচটা ক্যাটাগরিতে ৯০০ জন ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেয় স্কুলের পড়ুয়ারা। প্রথম দিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সদ্য অনূর্ধ্ব ১৫ ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলার মহিলা দলের ক্রিকেটার অদ্রিজা সরকার সহ অন্যান্যরা। 

২৫শে জানুয়ারি টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন অভিষেক  ডালমিয়া, উপস্থিত ছিলেন সিএবির যুগ্ম সচিব শ্রী দেবব্রত দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মডার্ন হাই ইন্টারন্যাশনাল স্কুল। অনূর্ধ্ব ১০ ক্রিকেট এবং ফুটবল এই দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ডন বসকো পার্ক সার্কাস। ক্ষুদে ফুটবলার আর ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার  অভিষেক ডালমিয়া।

 

 

     

বিজ্ঞাপন

Goto Top