• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল নিলাম ২৪-২৫ নভেম্বর

ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে সম্ভাব্য দিন প্রকাশ্যে এসেছে। 

আইপিএল নিলাম ২৪-২৫ নভেম্বর। সোমবারে আইপিএলের নিলামের সম্ভাব্য দিন প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে। এ বারের পূর্ণ নিলাম ভারতে হওয়ার সম্ভাবনা নেই। সোমবার বোর্ডের আর একটি প্রতিনিধি দল সৌদি আরবে গিয়েছেন। তাঁরা সব কিছু চূড়ান্ত করবেন। জেড্ডা, সিঙ্গাপুর, দুবাই, ভিয়েনাও ছিল বিসিসিআই কর্তাদের প্রাথমিক তালিকায়। সব কিছু খতিয়ে দেখে রিয়াধকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের দাবি মেনে ২৪ এবং ২৫ নভেম্বর ভারতীয় সময় বিকালের দিকে শুরু হতে পারে আইপিএলের নিলাম।
প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটেপ্রেমীদের।
বিসিসিআই সূত্রে খবর, দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াধে নিলামের আয়োজন করা হচ্ছে। সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি নিলামের তারিখ এবং জায়গা। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। সব কিছু হয়ে গেলেই সরকারি ভাবে সব ঘোষণা করা হবে।’ ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিন দু’টি ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। 

     

বিজ্ঞাপন

Goto Top