এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? ফাইনালের শেষেই কি অবসর ঘোষণা করবেন তিনি? আরও একটা আইপিএল খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন মাহি।তিনি জানান, “জানি, এটাই হয়তো সেটা সময় অবসর ঘোষণার। কিন্তু যেভাবে মানুষ আমায় ভালবাসা দিয়েছে, আমার প্রতি যে বিশ্বাস, স্নেহ দেখিয়েছে, সেখান থেকে মনে হচ্ছে আরও ন’মাস কাটিয়ে দিয়ে মাঠে ফিরব। জানি না শরীর কতটা সঙ্গ দেবে। তবে মাঝে অনেক ক’টা মাস সময় আছে নিজেকে তৈরি করার। কিন্তু খেললে এই সমর্থকদের জন্যই খেলব।”
এদিকে, রবিবার টানা বৃষ্টি হয়েছিল। মাঠের অবস্থার কথা ভেবেই এদিন টস জিতে হার্দিকদের ব্যাট করতে পাঠিয়েছিলেন চেন্নাই ক্যাপ্টেন ধোনি। চলতি আইপিএল মরশুমে তিনটি সেঞ্চুরির মালিক শুভমান গিল এদিন ফেরেন ৩৯ রানে। সৌজন্যে ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিং। তবে দুরন্ত হাফ সেঞ্চুরি করেন ঋদ্ধিমান। সেই সঙ্গে সাই সুদর্শনের অনবদ্য ৯৬ রানের দৌলতে ২০০-র গণ্ডি পেরিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু ২১৫ রানের টার্গেট নিয়ে চেন্নাই মাঠে নামতেই শুরু বৃষ্টি। তবে তাতেও দমানো গেল না ধোনিবাহিনীকে। ক্যাপ্টেন কুল প্রথম বলে আউট হলেও দিনের শেষে জয়ী তাঁর দল। তাঁরই নেৃতৃত্বে। আরও একবার। এই খেলা দেখার জন্যই তো আহমেদাবাদে হঠাৎ উঠেছিল হলুদ ঝড়!