• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মোহনবাগানে খেলে গিয়েছেন কেশব মহারাজের ঠাকুরদাও

বিশ্বকাপ ক্রিকেটে তিন হ্যাটট্রিকের মালিক মোহনবাগানের প্রাক্তন ক্রিকেটার। গবেষণা করে বার করলেন ক্রিকেট গবেষক সুমিত গঙ্গোপাধ্যায়

ফুটবলে বিখ্যাত হলেও ভারতীয় ক্রিকেটেও মোহনবাগানের অবদান কম নয়। ১৮৮৯ সালে যখন মোহনবাগান ক্লাব তৈরি হয়(নাম ছিল মোহনবাগান স্পোর্টিং; পরের বছর অ্যাথলেটিক্স হয়ে যায়) তখন অধিনায়ক ছিলেন মনিলাল সেন। তিনি প্রথম দু'জন বাঙালির একজন, যিনি ওভার আর্ম বল করতেন(অপরজন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী)।

সেই সময় টাউন ছিল দেশীয় ক্লাবগুলির মধ্যে সর্বশক্তিমান। মোহনবাগান যদিও বেশ লড়াই করত সেই সময়ে। এ ছাড়া স্যার দুখীরামের( ইনিও ক্রিকেট খেলতেন; এঁর ছাত্রদের মধ্যে কমল ভট্টাচার্য, শুঁটে ব্যানার্জীও ছিলেন)এরিয়ান্স ক্লাবেরও বেশ নামডাক ছিল।

প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মোহনবাগান ক্রিকেটে প্রচুর উন্নতি করে। গোষ্ঠ পাল, মণি সেনের মতো খেলোয়াড়রা ক্রিকেট মাঠেও দাপিয়ে বেড়াতো। ১৯২০ এর দশকে একবার ভারতে দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের একটি দল সফরে এসে ৯টি ফুটবল ও দুটি ক্রিকেট ম্যাচ খেলেন। মোহনবাগানের বিরুদ্ধে তাঁরা ক্রিকেটও খেলেছিন। সেই খেলায় মণি সেন শতরান করেন গোষ্ঠ পাল করেছিলেন ৬৫ রান। পরের ম্যাচেই মোহনবাগান আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ও সহ-অধিনায়ককে বালিগঞ্জের বিরুদ্ধে খেলতে। এই দলের সহ-অধিনায়ক ছিলেন বর্তমান দক্ষিণ আফ্রিকা দলের কেশব মহারাজের ঠাকুরদার ভাই।

বহু বিখ্যাত ও কিংবদন্তি ক্রিকেটার ক্লাবে খেলেছেন। বিগত ১৯৫২-৫৩ সাল থেকে সিএবি সিনিয়র নক আউট ও ১৯৫৩-৫৪ সালে সিএবি ফার্স্ট ডিভিশন খেলা শুরু হলে, তারপর থেকে বিগত ৬৭ বছরে সিএবির সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে প্রায় তিন অঙ্কে পৌঁছেছে ট্রফির সংখ্যা। এমনকি ভিন রাজ্যের ক্রিকেট প্রতিযোগিতাও আছে।

মোহনবাগান ক্লাবে স্বাধীনতার আগে খেলেছেন মণিলাল সেন, গোষ্ঠ পাল(ক্রিকেট, ফুটবল দুটোই),মন্টু ব্যানার্জী(টেস্ট), মুস্তাক আলি(টেস্ট)।

স্বাধীনতার পরে ৪৮-৪৯ থেকে সমগ্র ৫০ এর দশকে খেলেছেন ভিনু মানকর(টেস্ট),বিজয় মঞ্জরেকর(টেস্ট),দাত্তু ফাদকর(টেস্ট),নির্মল চ্যাটার্জি, পুঁটু চৌধুরী(টেস্ট), প্রবীর সেন(টেস্ট। ষাট ও সত্তরের দশকে সুব্রত গুহ(টেস্ট), শ্যামসুন্দর মিত্র, প্রকাশ ভান্ডারী(টেস্ট),প্রকাশ পোদ্দার(বেসরকারি টেস্ট),গোপাল বসু, রাজু মুখার্জী, সমর চক্রবর্তীরা।

আশি ও নব্বইয়ের দশকে মোহনবাগানে খেলেছেন অরুণলাল(টেস্ট),অশোক মালহোত্রা(টেস্ট), চেতন শর্মা(টেস্ট ও ওয়ান ডে),উৎপল চ্যাটার্জি(ওয়ান ডে), জাভাগল শ্রীনাথ(টেস্ট ও ওয়ান ডে), সুব্রত ব্যানার্জী(টেস্ট ও ওয়ান ডে), সাবা করিম(টেস্ট ও ওয়ান ডে), সৌরভ গাঙ্গুলী(টেস্ট ও ওয়ান ডে), দেবাং গান্ধী(টেস্ট ও ওয়ান ডে), লক্ষ্মীরতন শুক্লা(ওয়ান ডে)

পরবর্তী কালে চামিন্ডা ভাস(শ্রীলঙ্কার হয়ে টেস্ট ও ওয়ান ডে), অশোক দিন্দা(ওয়ান ডে টি-টোয়েন্টি), মনোজ তিওয়ারি(ওয়ান ডে টি-টোয়েন্টি), ঋদ্ধিমান সাহা(টেস্ট ও ওয়ান ডে), মহম্মদ সামি(টেস্ট, ওয়ান ডে টি-টোয়েন্টি) , বিরাট কোহলি(টেস্ট, ওয়ান ডে টি-টোয়েন্টি) দের মতো ক্রিকেটারও খেলেছেন মোহনবাগানের হয়ে। ডেনিস কম্পটন সরাসরি মূল ম্যাচে না খেললেও প্রদর্শনী ম্যাচে মোহনবাগানের হয়ে খেলেছেন।

৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে ১০ খানা হ্যাটট্রিক এর তিনটে মোহনবাগানের ক্রিকেটারদের করা (চেতন শর্মা, চামিন্ডা ভাস ও মহম্মদ সামি)।

     

বিজ্ঞাপন

Goto Top