ইংল্যান্ড সিরিজেও বিরাটের নেতৃত্ব দেওয়া উচিত ছিল।
টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল বিরাট কোহলির। শুধু তাই নয়, ইংল্যান্ড সিরিজেও তাঁরই নেতৃত্ব দেওয়া উচিত ছিল। এমনই মনে করেন রবি শাস্ত্রী। ইংল্যান্ডে কোহলিকে মিস করবেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন কোচ।
গত ১২ মে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। তাঁকে নিয়ে আগেও মুখ খুলেছেন শাস্ত্রী। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোহলিকে ইংল্যান্ডে শেষ বার খেলতে দেখার জন্য তিনি মুখিয়ে ছিলেন। মানসিক ক্লান্তির কারণে কোহলি সরে গিয়েছেন বলে তাঁর মত।
এক ওয়েবসাইটে শাস্ত্রী বলেছেন, ‘আমি নিশ্চিত কোহলি আরও অন্তত দু’বছর টেস্ট খেলতে পারব। এবার ইংল্যান্ডে ওকে দেখার জন্য মুখিয়ে ছিলাম। ওকেই অধিনায়ক নির্বাচন করা হলে ভালো হত। তবে কখন ছাড়তে হবে সেটা ঠিক করার জন্য কোহলিই আদর্শ।’
শাস্ত্রী যোগ করেছেন, ‘হয়তো মানসিক ক্লান্তির কারণেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ দলের বাকি যে কোনও ক্রিকেটারের থেকে ও বেশি ফিট। নিজের শরীর নিজে ভালো চেনে। মনের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। না হলে এই সঙ্কটজনক সময়ে ও টেস্ট খেলা ছাড়ত না।’
এখন শুধু এক দিনের ক্রিকেট খেলবেন কোহলি। যে দিন সেটা ছেড়ে দেবেন সে দিন কোহলি ক্রিকেট থেকেই পুরোপুরি দূরে সরে যাবেন বলে মনে করেন শাস্ত্রী।
তাঁর কথায়, ‘এখনও এক দিনের ক্রিকেট খেলে দেশের সেবা করতে পারে ও। কিন্তু ক্রিকেট খেলা শেষ হয়ে গেলে ও দূরে সরে যাবে। কোচিং করানো বা সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার ছেলে ও নয়। ইংল্যান্ডে ভারত প্রথম টেস্ট খেলতে নামার সময় ওকে মিস করব।’