• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নেই বিরাট!

প্রকাশ্যে বোর্ড-বিরাট বিবাদ!

ভারতীয় ক্রিকেটের অন্তর্কলহ ক্রমেই প্রকট হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ড বনাম কোহলিবিবাদআর গোপন থাকছে না কারণ ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া বিরাট কোহলি  দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলবেন না

টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডের দায়িত্বও রোহিত শর্মাকে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অধিনায়কত্ব খোয়ানো নিয়ে কোহলি  এতদিন সরাসরি কোনও মন্তব্য না করলেও এবার নিজের সিদ্ধান্তের মধ্য দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন, বোর্ডের এহেন আচরণ তিনি সহজে মেনে নেবেন না ইতিমধ্যেই নাকি বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন কোহলি যদিও প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ না খেলার ক্ষেত্রে ব্যক্তিগত কারণকেই তুলে ধরেছেন তিনি

আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ যাতে নেতৃত্ব দেওয়ার কথা রোহিতের কিন্তু সদ্য তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় ওয়ানডে সিরিজে আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত

     

বিজ্ঞাপন

Goto Top