চোটের জন্য আসেননি রভম্যান পাওয়েলও।
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পর শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। তবে অনেক বিদেশি ক্রিকেটারই এই পরিস্থিতিতে ভারতে আসতে রাজি হচ্ছেন না। যা নিয়ে ধাক্কা খেয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা নাইট রাইডার্সের নামও। বৃহস্পতিবার জানা গিয়েছে, ইংরেজ স্পিনার মইন আলি আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। তিনি ভারতে আসবেন না। চোটের জন্য দেশে আসেননি রভম্যান পাওয়েলও।
ব্যক্তিগত কারণে আর আইপিএলে খেলতে আসবেন না বলে জানিয়েছেন মইন। কেকেআরের তরফে অবশ্য বলা হয়েছে, মইন এবং তাঁর পরিবার ভাইরাল ইনফেকশনে পড়েছেন। আর ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রভমান পাওয়েলকে আসতে পারবেন না চোটের জন্য। এই অবস্থায় কম মেয়াদের জন্য অন্তত একজন ক্রিকেটারকে দলে নিতে চাইছে কেকেআর। ভারত-পাক সংঘাত শুরু হওয়ার পর কেকেআরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটারই চলে গিয়েছিলেন দুবাইয়ে। মেন্টর ডোয়েন ব্র্যাভোও সেখানে ছিলেন। দুবাইয়েই পাওয়েলের চোটের কথা জানা গিয়েছিল। তবে প্রত্যেকেই বেঙ্গালুরুতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
কুইন্টন ডি’কক এবং স্পেনসার জনসন পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরু। আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজও পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করবে কেকেআর। শনিবার তারা বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে।