• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিরাটদের হারিয়ে জয়ের রাস্তায় ফিরল কেকেআর

চার ম্যাচ পরে জয় পেল নাইটরা। 

মরণ-বাঁচন ম্যাচে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানে হারিয়ে দিলেন নীতিশ রানারা। এই ম্যাচ জয়ের পরে কিছুটা অক্সিজেন পেল কেকেআর।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান তোলে কলকাতা। জেসন রয় ৫৬, নীতিশ রানা ৪৮  রান করেন। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তোলে ব্যাঙ্গালোর। 

     

বিজ্ঞাপন

Goto Top