• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জিতে প্লে-অফের আশা জাগিয়ে রাখল নাইটরা

৬ উইকেটে হার সানরাইজার্সের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

৪ অক্টোবর, ২০২১

প্লে-অফে যাওয়ার জন্য রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ‍‘ডু অর ডাই’ ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের।হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচ দু’বল বাকি থাকতেই ছ’উইকেটে জিতে, প্লে-অফের আসা জিইয়ে রাখল ইয়ন মর্গ্যানের দল। ৫১ বলে ৫৭ রান করে ম্যাচের সেরা শুভমান গিল। ১৩ ম্যাচ খেলে কেকেআরের পয়েন্ট এখন ১২।

দুবাইয়ের মন্থর পিচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ করেছিল ১১৫-৮। তাদের দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। সানরাইজার্সকে কম রানে আটকে রাখতে মুখ্য ভূমিকা নেন বরুণ চক্রবর্তী (২-২৬) ও শিবম মাভি (২-২৯) ও টিম সাউদি (২-২৬)।

যদিও সেই রান তুলতেও শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় নাইটদের। দীর্ঘদিন পরে রান পেলেন শুভমান। জিতলেও এখনও কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। দু’দলই ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে।

কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান ম্যাচ শেষে বলেন, ‍‘‍‘উইকেট মন্থর ছিল। বোলিং ও ফিল্ডিং ভাল হয়েছে আমাদের। তার পরে শুভমান ভাল ব্যাট করেছে। শাকিব আল হাসানও ভাল খেলেছে আজ।’’ ম্যাচের নায়ক শুভমানও বলছেন, ‍‘‍‘এই উইকেটে স্পিনারদের মারা সহজ কাজ নয়। লেগ সাইড বাউন্ডারির কাছে হওয়ায় আমি সে দিক দিয়েই চার মারার পরিকল্পনা করেছিলাম। কব্জির মোচড়ে খেলে দিয়েছি।’’ দীনেশ কার্তিক বলেছেন, ‍‘‍‘প্রথম ইনিংস শেষ হওয়ার পরেই জানতাম রান তাড়া করা কঠিন হবে। এ বার পরের ম্যাচে জেতার জন্য প্রার্থনায় বসতে হবে।’’

     

বিজ্ঞাপন

Goto Top