• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শ্রেয়সহীন কেকেআরকে কি সাফল্য দিতে পারবেন চন্দ্রকান্ত? বিশ্লেষণ স্পোর্টি ওয়ার্ল্ডের

২০২৩ কেকেআর দল। 

৩১ মার্চ ঢাকে কাঠি পড়ছে এবারের আইপিএলে।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবং আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। তবে বাংলার যাবতীয় আবেগ জড়িয়ে কলকাতা নাইট রাইডার্সকে ঘিরে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অথাৎ ১ এপ্রিল অভিযান শু্রু করবে কেকেআর। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে চন্দ্রকান্ত পণ্ডিতের দল প্রথমবার নামছে ৬ এপ্রিল। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে অনুশীলনও। প্রতিযোগিতা শু্রুর আগে একঝলক দেখে নেওয়া যাক কিং খানের দলের খুঁটিনাটি  তথ্য।

পুরো দল: শ্রেয়স আইয়ার, মনদীপ সিং,নীতিশ রানা, রিঙ্কু সিং, অনুকূল রায়, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড উইজে (নামিবিয়া), সাকিব আল হাসান(বাংলাদেশ), ভেঙ্কটেশ প্রসাদ,লিটন দাস (বাংলাদেশ), নারায়ণ জগদীশান, রহমনুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), হর্ষিত রানা, কুলবন্ত খেজরিওয়ালা, লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), শার্দূল ঠাকুর, টিম সাউদি (নিউজিল্যান্ড), উমেশ যাদব, সুয়াস শর্মা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।

শক্তি: মধ্যপ্রদেশকে গতবার রঞ্জি জেতানো কোচকে এবার দায়িত্ব দিয়েছে কেকেআর শিবির। চন্দ্রকান্ত পণ্ডিতের নিয়মানুবর্তিতা এবং মগজাস্ত্রই এবার বড় অস্ত্র নাইটদের।লিটন দাস এবং গুরবাজকে নিলামে দলে নেওয়ায়, উইকেট কিপারের পাশাপাশি ওপেনিংয়ে সমস্যাও মিটবে কেকেআরের। শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডার দলের বড় শক্তি। লাকি ফার্গুসন ও টিম সাউদি থাকায় পেস বিভাগও যথেষ্ট শাক্তিশালী। তবে বরাবরের মতো এবারও রাসেল-নারিনের পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন নাইট সমর্থকরা।

দূর্বলতা: প্রেয়স আইয়ারের চোট এই মুহূর্তে সবথেকে বড় মাথাব্যথা শাহরুখের দলের। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং লাইনআপেও তাঁর বিকল্প পাওয়া কঠিন। শ্রেয়স ও নীতিশকে ছাড়া ব্যাটিং লাইনআপে ভারতীয়দের মধ্যে বড় মুখ নেই বললেই চলে। ভেঙ্কটেশ গত মরশুমে ব্যর্থ। একই অবস্থা বোলিং লাইনআপেও। টি-টোয়েন্টি ফরম্যাটে উমেশ যাদব কতটা কার্যকরী, তা প্রশ্নাতীত। বরুণ চক্রবর্তীর ফর্মও চিন্তায় রাখবে দলকে।

সাফল্য: ২০১২ ও ২০১৪-গৌতম সম্ভীরের নেতৃত্বে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন। ২০২১ সালে ফাইনালে উঠেও ট্রফি জিততে ব্যর্থ। গত বছর বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই।

বিশ্নেষণ: তরুণদের নিয়ে কাজ করায় যথেষ্ট সুনাম কুড়িয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। এবার তিনি দলকে কতটা তৈরি করেছেন তা সময়ই বলবে।অধিনায়ক হিসাবে শ্রেয়সও নিজেকে প্রমাণে ব্যর্থ। ফলে নাইটদের এই দল অনেকটাই বিদেশি নির্ভর।          

     

বিজ্ঞাপন

Goto Top