• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর

নাইট কোচ আশাবাদী। 

‘লেটস গেট ব্যাক টু উইনিং ওয়েজ।’ বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যাুলসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের মন্ত্র এখন এটাই। ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে শুরু করতে হয়েছে নাইট রাইডার্সকে। বলতে গেলে, বিরাট কোহলি-ফিল সল্টদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি কেকেআর। কেকেআরের প্রাক্তন সল্ট এবং কোহলি মিলে চুরমার করে দেন অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন সোনালি-বেগুনিকে। এই অবস্থায়  রাজস্থান রয়্যােলসের বিরুদ্ধে জয়ের শপথ নিচ্ছেন নাইটরা।
আরসিবির বিরুদ্ধে কেকেআর ব্যাটাররা যা ব্যাটিং করেছিল তাতে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ব্যাটারদের আলাদা করে এই বিষয়ে ক্লাস নিয়েছেন। পাশাপাশি কীভাবে ব্যাট করতে হবে তা নিয়ে টিপসও দিয়েছেন ব্যাটারদের। অধিনায়ক অজিঙ্কা রাহানে, সুনীল নারিন ও অঙ্গকৃষ রঘুবংশী ছাড়া আর কোনও নাইট ব্যাটার সফল হননি। বিশেষ করে দলের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল যেভাবে আউট হয়েছেন তাতে বেশ চিন্তায় রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে নাইট কোচ আশাবাদী রাজস্থানের বিরুদ্ধে দল জয়ে ফিরবে। অ্যাওয়ে ম্যাচ থেকে দু’পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরবে নাইটরা। 
বর্ষাপাড়া স্টেডিয়ামে সন্ধে থেকে ট্রেনিং ছিল কেকেআরের। প্র্যাকটিসে ডোয়েন ব্রাভোর সঙ্গে কেকেআরের তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশীকে ফুটবল খেলতে দেখা গিয়েছে। অঙ্গকৃষ বলেও দিয়েছেন, ‘আমাদের এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে হবে।’ বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা-এঁরা দু’জন আবার চ্যাম্পিয়ন্স ট্রফির রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি। দু’জনের মেবাইলের ‘ওয়ালপেপার’-এই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত। হর্ষিত বলেছেন, ‘মানসিক ভাবে টিম বেশ ঝরঝরেই রয়েছে। আশা করছি, গুয়াহাটিতে আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ ভালো যাবে।’
গুয়াহাটিতে কেকেআরের প্রতিপক্ষ যারা, সেই রাজস্থান রয়্যায়লসের অবস্থাও বিশেষ সুবিধার নয়। তারা আবার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বিধ্বস্ত হয়ে খেলতে নামছে। গত রবিবার রাজস্থান বোলারদের বেধড়ক পিটিয়ে বিশাল ২৮৬ রান তুলে দেয় সানরাইজার্স। শেষ পর্যন্ত প্রবল লড়াই চালানো সত্ত্বেও যে ম্যাচ জেতা সম্ভব হয়নি রাজস্থানের পক্ষে। তবে রাজস্থান রয়্যারলসের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগ সানরাইজার্স ম্যাচ হেরে বলে দিয়েছেন, তাঁরা চেষ্টা করছেন, জয়ের সরণিতে ফিরে আসার রাস্তা খুঁজে বার করতে। বলে দিয়েছেন, ‘সানরাইজার্সের বিরুদ্ধে বল হাতে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমাদের বসে কথা বলে ঠিক করতে হবে, কী করে আরও উন্নতি করা যায়। আমাদের সানরাইজার্স ম্যাচের রেজাল্ট ভুলে পরবর্তী ম্যাচে নামতে হবে।’
তবে সানদের বিরুদ্ধে রাজস্থান হেরে গেলেও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে নাইট টিম ম্যানেজমেন্ট। তাদের বক্তব্য, ‘রাজস্থান দলে ভালো মানের ক্রিকেটার রয়েছে। দল হিসাবে সব সময় বিপজ্জনক ওরা। তাই সানদের বিরুদ্ধে হারলেও ওদের গুরুত্ব দিচ্ছি আমরা।’

     

বিজ্ঞাপন

Goto Top