• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলে ওপেন করতে পারে কোহলি: শাস্ত্রী

অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বা আইপিএলে বিরাট কোহলির ওপেন করার সম্ভাবনা নিয়ে উত্তর দিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী

অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট কোহলি। বক্তব্য প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর। তিনি বলছেন, ‍‘‍কোহলির অধিনায়কত্ব ছাড়া ঠিক সিদ্ধান্ত। অধিনায়কত্বের দায়িত্ব, প্রত্যাশার চাপ সামলে খেলা বেশ কঠিন ব্যাপার। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি—এই তিন ধরনের ক্রিকেটে অধিনায়কত্ব করা কঠিন কাজ। বিশেষ করে ভারতীয় ক্রিকেটে দলের নেতা হলে তাঁর কাজটা আরও কঠিন হয়। কারণ কোটি কোটি প্রত্যাশার চাপ বিশ্বে সব চেয়ে বেশি সামলাতে হয় ভারতীয় ক্রিকেট অধিনায়ককেই। অন্য কোনও দলের অধিনায়ককে এই চাপ সামলাতে হয় না।’’ প্রাক্তন ভারতীয় এই অলরাউন্ডার আরও বলেন, ‍‘‍‘কোহলির মতো কেউ ক্যাপ্টেন হলে দর্শকেরা ধরেই নেয়, ভারত সব ম্যাচই জিতবে। কিন্তু তা কখনও সম্ভব নয়।’’

কোহলিকে এ বারের আইপিএলে আরসিবি ওপেনার হিসেবে ব্যবহার করতে পারে কি না? শাস্ত্রীর উত্তর, ‍‘‍‘সেটা আরসিবি দলের ভারসাম্যের উপরে নির্ভর করবে। জানি না, আরসিবি দলের মাঝের সারিতে কারা ব্যাট করবে। যদি ওদের মাঝের সারি বেশ পোক্ত ব্যাটারে পূর্ণ থাকে, তা হলে বিরাটের ওপেন করতে যেতে কোনও সমস্যাই নেই বলে মনে করি।’’

     

বিজ্ঞাপন

Goto Top