জল্পনা ছিলই। এবার সেই গুঞ্জনে সিলমোহর। আনুষ্ঠানিকভাবে জাহির খানকে দলের মেন্টর হিসাবে ঘোষণা করল লখনউ সুপার জায়ান্টস। বুধবার এই কথা জানান দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। জানা গিয়েছে, মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও সামলাবেন প্রাক্তন পেসার।
বুধবার ছেলে শাশ্বতকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই আগামী আইপিএলে লখনউয়ের স্কোয়াড কেমন হবে সেই নিয়ে কথা বলেন তিনি। প্রথমেই ঘোষণা করেন, আগামী মরশুমে দলের মেন্টর হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান। এছাড়াও বোলিং কোচের দায়িত্বও থাকবে তাঁর কাঁধে।
নতুন দায়িত্ব পেয়ে অভিভূত জাহির। তিনি বলেন, “এটা টিমগেম। টিমের জন্য প্রয়োজনীয় সবকিছু করব। আইপিএল ১৭-১৮ বছর হয়ে গিয়েছে। সেখানে লখনউ তিন বছরে দুবার প্লেঅফ খেলেছে। আমার কাজ হবে এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা কীভাবে করা যায় সেটা আমি দেখব। কারণ আইপিএলে টিমগুলোর মধ্যে তফাত অনেকটাই কম।”