নতুন ধরনের ক্রিকেট খেলতে উদ্যোগী ত্রিপুরা।
ভারতীয় ক্রিকেটে বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরশুম শুরুর আগে বড়সড় চমক দিল ত্রিপুরা ক্রিকেট বোর্ড। প্রাক্তন আক্রমণাত্মক দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে নিয়োগ করল তারা।
১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন ল্যান্স ক্লুজনার। ব্যাট হাতে একের পর এক ম্যাচে তিনি কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। সেই আক্রমণাত্মক ব্যাটিং অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে এবার দায়িত্ব দিয়ে এক নতুন ধরনের ক্রিকেট খেলতে উদ্যোগী ত্রিপুরা।