ব্যাটিং পরামর্শদাতা ডব্লুভি রামন।
জল্পনার অবসান।বাংলা সিনিয়র ক্রিকেট দলের কোচ হলেন লক্ষীরতন শুক্লা।এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সিএবি।পাশাপাশি ব্যাটিং পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে ডব্লিউভি রামনকে। লক্ষীর সহকারী হিসেবে ঘোষণা হল সৌরাশিস লাহিড়ীর নাম।
অগস্টের প্রথম সপ্তাহেই নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবে বাংলা দল।জানা গিয়েছে রামনের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সিএবি।সোমবার কার্যত নিশ্চিত ছিল বাংলার কোচ হচ্ছেন লক্ষী। এদিন আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।