• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বোলারদের দাপটে জয় লখনউয়ের

শেষ হাসি রাহুলের।

শেষ হাসি হাসলেন কেএল রাহুলই। বুধবার আইপিএলের ্ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৪ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ১৪৪ রানে শেষ হয়ে গেল রাজস্থান  রয়্যালস। 

লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল ৩২ বলে ৩৯ রান করেন। দলের হয়ে কাইল মেয়ার্স  ৪২ বলে ৫১ রান করেন। বাকিরা ব্যর্থ হয়েছেন। ১৫৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে রাজস্থানকে। 

     

বিজ্ঞাপন

Goto Top