দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি।
অবশেষে এল সেই সময়। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। অনুরাগীদের মন খারাপের খবরটা নিজেই দিলেন বহু রেকর্ডের মালকিন। দীর্ঘ ২৩ বছর ধরে ক্রিকেট খেলছেন মিতালি। সেই দীর্ঘ কেরিয়ারে ইতি ঘটল।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় মিতালি লেখেন “বাচ্চা মেয়ে হিসেবে দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে এসেছিলাম। তারপর নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে সময়। এই দীর্ঘ ২৩টা বছরে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। দারুণ ভাবে উপভোগও করেছি। আর আমার মনে হয় এটাই অবসরের সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।’বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেছেন মিতালি। ২০১৭ সালে তাঁর অধিনায়কত্বেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ভারত।