১২ রানে হারল পাঁচবারের আইপিএল জয়ীরা।
দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না মুম্বই ইন্ডিয়ান্স। ২০৪ রান তাড়া করতে নেমে ১২ রানে হারল পাঁচবারের আইপিএল জয়ীরা।
এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২০৩ রান তোলে লখনউ সুপার জায়ান্ট। ২৭ কোটির ঋষভ পন্থ এই ম্যাচেও ব্যর্থ। দুই ওপেনার মিচেল মার্শ (৩১ বলে ৬০) এবং এডেন মার্করাম (৩৮ বলে ৫৩) দুর্দান্ত ব্যাট করেন। জবাবে মুম্বইয়ের হয়ে নমন ধীর (২৪ বলে ৪৬) এবং সূর্যকুমার যাদব (৪৩ বলে ৬৭) মারকাটারি ইনিংস খেলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া (১৬ বলে ২৮) শেষ পর্যন্ত অপরাজিত থেকে মুম্বইকে (১৯১/৫) জেতাতে ব্যর্থ হন।