• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মুম্বইয়ের বিরুদ্ধে  হার কেকেআরের

১১৬ রানে শেষ নাইটদের ইনিংস।
 

আইপিএলের মহারণে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। সোমবার ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর তারপরই গণ্ডগোল। প্রথম একাদশ জানাতে গিয়ে ভুলে যান সতীর্থের নাম। একটু সময় মনে করে তবে জানালেন অভিষেক ঘটছে অশ্বিনী কুমারের। এরপর আরও বড়ো চমক এদিন তাদের প্রথম একাদশে নেই রোহিত শর্মা। সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হবে তাঁকে। অন্যদিকে, নাইটদের দলে প্রত্যাবর্তন হল সুনীল নারিনের।
রাজস্থান ম্যাচে চোটের জন্য খেলেননি নারিন। তাই এই ম্যাচে নারিন যে খেলবেন, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে ওপেনে ফিরলেও নাইটদের তেমন ভরসা দিতে পারলেন না ক্যারিবিয়ান ওপেনার। শূন্য রানে বোল্টের বলে তিনি আউট হন। প্রথমে ব্যাটিং করে রীতিমতো নাজেহাল হয় নাইটরা। অপর ওপেনার কুইন্টন ডি’কক করেন মাত্র ১ রান। অধিনায়ক অজিঙ্কা রাহানে করেন ১১ রান। নাইটদের মধ্যে সবচেয়ে বড়ো রান করেন রঘুবংশী। তিনি ১৬ বলে ২৬ রান করেন। ব্যাটিংয়ে ব্যর্থ ভেঙ্কটেশ আয়ারও। তিনি ৩ রান করেন। রিঙ্কু সিং কিছুটা চেষ্টা করলেও ১৭ রানের বেশি করতে পারেননি। পাশাপাশি ১৪ বলে ১৯ রান করেন মণিশ পান্ডে। মাত্র ৮০ রানে ৭ উইকেট হারায় কেকেআর। ভরসা ছিল আন্দ্রে রাসেলকে নিয়ে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধেও মেলে ধরতে পারলেন না তিনি। মাত্র ৫ রান করেন। শেষ দিকে রামনদীপ সিং ২২ রান করেন। পুরো ২০ ওভারও খেলতে পারেনি নাইটরা। ১৬.২ ওভারে ১১৬ রান করে কেকেআর। মুম্বই বোলারদের মধ্যে অশ্বিনী কুমার ২৪ রানে ৪ উইকেট নেন। মূলত তিনিই কেকেআর ব্যাটারদের আঘাত হানেন। দীপক চাহার নেন ২ উইকেট। 

 জয়ের জন্য দরকার মাত্র ১১৭ রান। বলা চলে, তেমন কোনও চাপই ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের সামনে। আর ছোট লক্ষ্য যেভাবে তাড়া করতে হয়, ঠিক সেভাবেই শুরু মুম্বইয়ের। মেজাজ একেবারে সপ্তমে রেখেই মাত্র ১২.৫ ওভারেই তারা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৮ উইকেটে জয়ী হয় মুম্বই।  এদিন ঝোড়ো শুরু করেন রিকালটন। অন্যদিকে, ১৩ রানের বেশি করতে পারলেন না ‘হিট ম্যান’। আন্দ্রে রাসেলের বলে পুল করতে গিয়ে হর্ষিত রানার হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। তাঁর এই ব্যাড প্যাচ মুম্বই শিবিরকে চিন্তায় রাখবে। রোহিত আউট হলেও লক্ষ্যে স্থির ছিলেন মুম্বইয়ের বাকি ব্যাটাররা। একেবারে তুরীয় মেজাজে ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয় তারা। রিকেলটন ৪১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব ৯ বলে ২৭ করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন।

     

বিজ্ঞাপন

Goto Top