রানার্স আলিপুরদুয়ার থান্ডার্স।
এনসিসি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুর ড্রাগন্স। বীরভূমের সুরিতে এবার এই প্রতিযোগিতার আসর বসেছিল।শনিবার ফাইনালে আলিপুরদুয়ার থান্ডার্সকে ৫ উইকেটে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে আলিপুরদুয়ার । জবাবে সাত বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় চ্যাম্পিয়ন দল।
শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম উইকেটে ৫৪ রান তোলে আলিপুরদুয়ার। দিবাকর ফিরলেও প্রবীর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান।৪৭ বলে ৬৯ করে আউট হয়ে যান প্রবীর। শেষ দিকে ১৬ বলে ২৭ রান করেন শুভদীপ শর্মা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পূর্ব মেদিনীপুরের। দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে সেই চাপ সামলে ২৪ বলে ৪০ রান করেন সৌম্যদীপ সামন্ত ।পাশাপাশি ৪৬ বলে ৭১ রান করেন শুভ গুছাই। মূলত এই দু’জনেই দলকে জেতাতে সাহায্য করেন।